কোর্সকে আকর্ষণীয় করুন
(আপনার যদি শেখানোর পূর্ব অভিজ্ঞতা থাকে বা আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আপনি চাইলেই একটি আকর্ষণীয় কোর্স তৈরি করতে পারেন। আমাদের দেয়া রিসোর্সগুলো ফলো করে কোর্স তৈরি করলে আপনার কোর্সে যুক্ত করতে পারেন এক অনন্য মাত্রা )
একটি কোর্সকে আপনার কাঙ্ক্ষিত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে তৈরি করতে কোর্সকে অবশ্যই পরিপূর্ণ, ব্যবহারিক এবং বাস্তবসম্মত হওয়া খুবই জরুরি।
একজন সফল ইন্সট্রাকটর হতে আপনাকে কোর্সের ভিডিও রেকর্ড করার পূর্বে অবশ্যই আপনার পরিকল্পনা অনুযায়ী পর্যাপ্ত সময় নিয়ে কোর্স কন্টেন্ট তৈরি করতে হবে।
১। আপনার কোর্সের টপিক সিলেক্ট করুন
কোর্স তৈরি করার জন্য এমন একটা টপিক সিলেক্ট করুন যেটা সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান রয়েছে এবং আপনি এই টপিকে কোর্স করার জন্য উৎসাহী। আপনার পছন্দের কোর্সের বাজার চাহিদা এবং কম্পিটিশন বোঝার জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন।
২। কোর্সের জন্য সম্ভাব্য লার্নার এবং কোর্সের উদ্দ্যেশ্য ঠিক করুন
কোর্স কন্টেন্ট তৈরির পূর্বে আপনাকে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে ঠিক কাদের শেখাতে চাচ্ছেন এবং কোর্স শেষে লার্নার্সরা আসলে ঠিক কতটা শিখতে পারবে।
৩। আপনি যা শেখাচ্ছেন তা লার্নার কিভাবে প্র্যাকটিস করবে
শিক্ষার্থীদের শেখনাওর পাশাপাশি প্র্যাকটিস করতে দিলে শেখানোর প্রক্রিয়াটি দ্রুত হয়। আপনি আপনার শিক্ষার্থীদের যা যা শেখাচ্ছেন সেগুলো কতটা ইফেক্টিভ না জানতে এসাইনমেন্ট, কুইজ কিংবা টেস্ট নিতে পারেন।
৪। আপনার কোর্সের আউটলাইন তৈরি করুন
আপনার কোর্স আউটলাইন তথা সিলেবাসটুকুই আপনার কোর্সের ভিত । এ কারণেই আপনাকে ঠিক করতে হবে আপনি কোর্সটির কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজাবেন।
৫। কোর্সের ভিডিও স্ক্রিপ্ট তৈরি করুন
যখন আপনি কোর্স কন্টেন্ট তৈরি করে ফেলবেন এরপর আপনাকে কোর্স রেকর্ড করার কাজটির জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য সবচেয়ে ভালো হয় যদি একটি মানসম্মত স্ক্রিপ্ট লিখে ফেলতে পারেন। এতে করে আপনার কাজ অনেকখানি সহজ হয়ে যাবে।
ভিডিও তৈরি করুন
একটি মানসম্মত ভিডিওই পারে আপনার কোর্সকে অন্যদের চাইতে আলাদা করতে। মানসম্মত ভিডিও বানাতে আমাদেরর রিসোর্সগুলো অনুসরণ করুন।
আপনার কোর্স কন্টেন্ট রেকর্ড করুন
যখন আপনি আপনার কোর্সের জন্য টপিক এবং কোর্স আউটলাইন তৈরি করে ফেলবেন এবার আপনাকে ভিডিও প্রোডাকশনের জন্য পরিকল্পনা করতে হবে। আপনি যদি কখনও অনলাইন কোর্স রেকর্ড করার অভিজ্ঞতা নাও থাকে আমাদের রিসোর্সগুলো ব্যবহার করে আপনিও মানসম্মত কোর্স রেকর্ড করতে পারবেন।
Step 1: আপনি কোন ধরণের ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তা ঠিক করুন
আপনার কোর্স কন্টেন্ট তৈরি হওয়ার পর ভিডিও রেকর্ড করতে হবে। আপনি নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করে অথবা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করতে পারেন। অথবা এই দুইয়ের সমন্বয়েও ভিডিও বানাতে পারেন। অর্থাৎ আপনার শিক্ষার্থীরা কিভাবে দেখলে তাদের শেখাটা সবচেয়ে সহজ ও আরামদায়ক হবে বলে আপনি মনে করেন সেটি চিন্তা করে ভিডিও বানাবেন। আপনি কোন ধরণের ভিডিও বানাবেন এটা অনেকাংশে নির্ভর করে রেকর্ডের জন্য আপনার কি কি যন্ত্রপাতি তথা ইকুয়েপমেন্ট আছে।
Step 2: অডিও ভিডিও ইকুইপমেন্ট জোগাড় করুন
আপনার কোর্স রেকর্ড করার জন্য যেটা সর্বপ্রথম দরকার একটি ক্যামেরা। যা দ্বারা ভালো মানের ভিডিও করা সম্ভব। এটি হতে পারে DSLR অথবা Mirrorless ক্যামেরা। তবে এগুলো আপনার কাছে যদি না থাকে বা ম্যানেজ করা সম্ভব না হয় তবে স্মার্টফোনের ক্যামেরাও ব্যবহার করতে পারেন। এছাড়া ল্যাপটপের ওয়েবক্যাম ও ব্যবহার করা যায়। তবে মাথায় রাখবেন ক্যামেরা যেন স্টেবল থাকে অর্থাৎ নড়চড় না হয়। সেজন্য একটি ভাল মানের ট্রাইপড, স্ট্যাবিলাইজার বা গিম্বল ব্যবহার করতে পারেন।অডিও রেকর্ড করার জন্য একটি মাইক্রোফোন দরকার হবে যেটি ব্যবহার করে আপনি আশপাশের অতিরিক্ত কথাবার্তা, Noise তথা শব্দ দূষণ এড়িয়ে স্পষ্ট অডিও রেকর্ড করতে পারেন। বাজারে সাধ্যের মধ্যেই বেশ ভাল মানের অডিও রেকর্ডার মাইক্রোফোন পাওয়া যায়।মাইক্রোফোন কেনার ক্ষেত্রে কোনো কনফিউশন থাকলে কিংবা পরামর্শের জন্য আমাদের জানান। সাপোর্ট টিম আপনার জন্য সর্বদা প্রস্তুত।
Step 3: আপনার রেকর্ডিং স্পেস সেটআপ করুন
ভিডিও রেকর্ড করার জন্য এমন একটি রুম বা স্থান বাছাই করুন যেখানে কম শব্দ পৌঁছায়। পাশাপাশি আপনার ইকুইপমেন্ট গুলো সেটাপ করার পর্যাপ্ত জায়গা আছে এমন জায়গা আছে কিনা লক্ষ্য রাখুন।
খেয়াল রাখবেন ভিডিওতে যেন পর্যাপ্ত আলো থাকে । লাইট এর উৎস হিসেবে সূর্যের আলো সবচাইতে ভালো। সেটি সম্ভব না হলে সফটবক্স বা রিং লাইট আছে । বাজারে বা অনলাইনে কিনতে পাবেন ।
আপনার ইকুইপমেন্ট গুলো প্রয়োজনমতো সেটাপ করা হলে কাজ শুরু করুন। লক্ষ্য রাখবেন ক্যামেরা যাতে ট্রাইপডে সেটআপ করা হয়। এতে নানান এঙ্গেল থেকে ভিডিও করা যায়। আর সেটি দেখতেও বেশ ভালো লাগে।
Step 4: আপনার একটি ভিডিও টেস্ট এর জন্য আমাদের পাঠান
আপনার রেকর্ডিং স্পেস সেটাপ করার পর একটি লেসন বা কোর্স সম্পর্কিত কোনো বিষয়ে বক্তব্য দিন। সেটি হতে পারে ৩০ সেকেন্ড কিংবা ৩ মিনিট। সেটি আমাদের পাঠান । হোয়াটসএপ বা ইমেইলে জমা দিতে পারেন। কিংবা গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে। আমাদের সাপোর্ট টিম ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ফিডব্যাক দিবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা লাগলে তা জানিয়ে দেবে।
কাদের জন্য আপনার কোর্স তা ঠিক করুন
মাস্টার একাডেমি প্লাটফর্ম ব্যবহার করে আপনি চাইলে আপনার কোর্সকে দেশব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে পৌছে দিতে পারেন। নিজের কোর্সকে অন্যদের চাইলে আলাদা করতে এবং এগিয়ে থাকতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হবে।
Step 1 : আপনার কোর্স ল্যান্ডিং পেজ তৈরি করুন
শিক্ষার্থীরা অর্গানিক সার্চ , মাস্টার একাডেমির প্রমোশন অথবা আপনার প্রচারের ফলে যেভাবেই আপনার কোর্স খুঁজে পাক না কেন তারা আপনার ল্যান্ডিং পেজ এই প্রথম আসবে। ল্যান্ডিং পেজে আসার পরেই কোর্স টাইটেল, কোর্স ডেসক্রিপশন, প্রিভিউ লেকচার ইত্যাদি দেখেই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে আপনার কোর্সে এনরোল করবে কি না।
Step 2 : কোর্সের প্রাইস ঠিক করুন এবং প্রমোশনে অংশ নিন
আপনার কোর্স হতে পারে ফ্রি। এছাড়া ৯৯ থেকে ৪৯৯৯ টাকার মধ্যে মূল্য নির্ধারণ করতে পারবেন। কোর্সের মূল্য নির্ধারণের জন্য আমাদের Price Guidance (will be linked) দেখুন।
Step 3 : আপনার কোর্সের গ্রহণযোগ্যতা বাড়ান
একটি কোর্স পাবলিশ করার পর আপনাকে শিক্ষার্থীদের কোর্সটির যথার্থতা ও কার্যকারিতা বোঝাতে হবে। এজন্য আপনার খুব দ্রুত সময়ের মধ্যে কিছু পেইড এনরোলমেন্ট এবং কিছু অনেস্ট রিভিউ ল্যান্ডিং পেজ থাকতে হবে। তবেই আপনার কোর্সটির যথার্থতা ও কার্যকারিতা শিক্ষার্থীরা জানতে পারবে।এই যথার্থতা ও কার্যকারিতা বোঝানোর জন্য আপনার পরিবার, কাছের বন্ধুবান্ধব সেই সাথে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই সম্পর্কে অবগত এমন কোনো ফোরাম কিংবা গ্রুপে জানাতে পারেন।
Step 4 : নতুন নতুন চ্যানেল এড করুন এবং আপনার অডিয়েন্স বাড়ান
একজন ইন্সট্রাকটর হিসেবে মাস্টার একাডেমিতে কোর্স পাবলিশ করার পর এবার আপনার কাজ হবে আপনার অডিয়েন্স তথা শিক্ষার্থী বাড়ানো এবং তাদের এনরোলমেন্টে উৎসাহ দেওয়া।এজন্য আপনাকে নিয়মিত প্রচার প্রচারণা চালাতে হবে। যেমন আপনার ব্লগ, ইউটিউব ভিডিও কিংবা সোশ্যাল মিডিয়া, কোনো সেমিনার যেখানেই কোর্সটি বলা যায় বলুন, মানুষকে জানান। এর মাধ্যমে আপনি অডিয়েন্স বাড়াতে পারবেন আর আপনার অর্থ উপার্জনের পথ অনেকখানি সুগম হবে