Biography
মুফতি নাজমুল ইসলাম (মাদানী) একইসাথে শিক্ষক,ইমাম ও সুবক্তা । তিনি সিনিয়র মুফতি ও মুহাদ্দিস হিসেবে সাভারের জামিয়া দ্বীনিয়া দারুল আবরারে কর্মরত আছে। দীর্ঘ ১১ বছর যাবত শিক্ষকতা পেশার সাথে যুক্ত থেকে অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। বিভিন্ন ওয়াজের মাধ্যমে মানুষের মাঝে কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান ছড়িয়ে দিয়ে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি সাভারের বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।