শিক্ষার্থীদের জিজ্ঞাসা
১। কিভাবে নিজের জন্য সেরা কোর্স বাছাই করবো?
প্রথমএই ঠিক করে নিন আপনি কি ধরণের স্কিল শিখতে আগ্রহী।
ঠিক করার পর আপনি যদি উক্ত স্কিল সেটের ব্যাপারে একেবারেই নতুন থাকেন তবে আপনার জন্য বেসিক বা বিগিনার্স লেভেলের কোর্স উপযুক্ত। আপনি উক্ত বিষয়ে মোটামুটি জানা থাকলে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স করতে পারেন আর যদি আপনার মোটামুটি বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে তবে এডভান্স লেভেলের কোর্সগুলো আপনার জন্য।
২। পেমেন্ট অপশন গুলো কি কি?
আপনি যেকোনো ব্যাংক একাউন্ট, বিকাশ, নগদ, রকেট, ভিসা, মাস্টারকার্ড থেকে কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন।
৩। কি কি ধরণের কোর্স আমি এখানে পাবো?
যেকোনো সৃজনশীল কোর্স থেকে শুরু করে একাডেমিক বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট বেজড কোর্স রয়েছে মাস্টার একাডেমি বাংলাদেশে। শিল্পকলা, কর্পোরেট, স্কিল কিংবা লাইফস্টাইল রিলেটেড যেকোনো ক্যাটাগরি্র কোর্স আপনি এখানে পাবেন।
৪। কোর্স সম্পর্কিত যেকোনো ধরণের মতামত, অভিযোগ কিংবা পরামর্শ জানানোর জন্য সমাধান কী ?
আমাদেরকে যেকোনো ধরণের মতামত, অভিযোগ কিংবা জিজ্ঞাসার জন্য ফোন করুন +8809638 44 8899 নম্বরে অথবা ই-মেইল করুন। support@masteracademy.com.bd তে
৫। কোনো ধরণের রিফান্ড পলিসি আছে কী?
কোর্সে এনরোল করে ফেলার পর যদি কোর্সটি না করা প্রয়োজন বলে মনে করেন তবে আপনি এর পরিবর্তে অন্য কোর্সে এনরোল করতে পারবেন। বিস্তারিত জানার জন্যে এই লিংকে যান। https://www.masteracademy.com.bd/cancellation-refund-policy/
৬। কোর্সে এনরোল করার পুর্বে কোনো ট্রায়াল পিরিয়ড আছে?
জ্বি। কোর্সের ইন্ট্রো ভিডিওটি দেখে আপনি কোর্সটি যাচাই বাছাই করে নিতে পারবেন। এছাড়া কোর্স আউটলাইন ও অন্যান্য ইনফরমেশন তো থাকছেই।
৭। কোর্স শেষের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট কি আছে?
জ্বি। কোর্সটি সফলভাবে শেষ করার পর আপনি পেয়ে যাবেন ইন্সট্রাক্টর এর সিগনেচার করা সার্টিফিকেট।
৮। কোর্স কেনার পর কতদিন পর্যন্ত আমি এর এক্সেস সুবিধা পাবো?
কোর্স কেনার পর আপনি মাস্টার একাডেমি বাংলাদেশের শর্ত ও নীতিমালা অনুযায়ী লাইফটাইম এক্সেস সুবিধা পাবেন।
৯। কোর্সে এনরোল করার জন্য কি কি জিনিস থাকতে হবে ?
শুধুমাত্র আপনার হাতের স্মার্টফোনের সাহায্যে আমাদের এপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে কোর্স কিনতে পারবেন যত ইচ্ছা তত।
১০। কারা শিখতে পারবে এই প্লাটফর্ম থেকে ?
৫ বছরের শিশু হতে শুরু করে যেকোনো বয়েসী শিশু কিশোর নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এই প্লাটফর্ম। শিক্ষার্থী, শিক্ষক,ব্যবসায়ী, সরকারী বেসরকারী কর্মকর্তা হতে শুরু করে যেকোনো পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি শিখতে পারবে এই প্লাটফর্ম থেকে।
ইন্সট্রাক্টরদের জিজ্ঞাসা
১। কারা শেখাতে পারবে মাস্টার একাডেমি বাংলাদেশে ?
যেকোনো বয়েসী মানুষ। নিজস্ব দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে যেকোনো বিষয় শেখাতে আগ্রহী এমন যে কেউ শেখাতে পারবে মাস্টার একাডেমি বাংলাদেশে। শিক্ষক,ব্যবসায়ী, সরকারী বেসরকারী কর্মকর্তা কিংবা এনজিওকর্মী অর্থাৎ যেকোনো পেশায় যুক্ত ব্যক্তি শেখাতে পারবে এই প্লাটফর্মে ।
২। কী ধরণের কোর্স এখানে দেওয়া যাবে?
শিল্পকলার যেকোনো শাখায় কোর্স দেওয়া যাবে। পাশাপাশি একাডেমিক, কারিগরি ও জীবনমান উন্নয়নমূলক যেকোনো দক্ষতাভিত্তিক বিষয়ে কোর্স দেওয়া যাবে। যেমন- একাডেমিক, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, রান্নাবান্না, মিউজিক, গান ও নাচ, ধর্ম, একাডেমিক, সফট স্কিলস, পেইন্টিং, বিজনেস, মেইকওভার, ফিটনেস ও হেলথ, ভাষাশিক্ষা ইত্যাদি সহ আপনি যেসকল বিষয়ে শেখাতে আগ্রহী।
৩। কোর্স তৈরির ক্ষেত্রে কি কোনো গাইডলাইন আছে?
হ্যাঁ । কোর্স দেওয়ার পূর্নাঙ্গ গাইডলাইন পেতে এই লিংকে ক্লিক করুন।
৪। কোর্স তৈরি করতে গেলে আমার কতটা খরচ হবে?
আপনার ভালো মানের একটি স্মার্টফোন বা ক্যামেরা এবং সেই সাথে একটি ট্রাইপড ও মাইক্রোফোন বা স্পিকার থাকলেই আপনি কোর্স বানাতে পারবেন। এগুলো না থাকলে সংগ্রহ করতে হবে।
৫। আমি কিভাবে আমার কোর্সের মূল্য নির্ধারণ করবো ?
আপনার কোর্সটি বিগিনার্স বা বেসিক /ইন্টারমিডিয়েট ব/এডভান্স কোন ক্যাটাগরিতে পড়বে সে অনুযায়ী বাছাই করুন। বিগিনার্স বা বেসিক লেভেল হলে ৫০০-১০০০ টাকা
ইন্টারমিডিয়েট লেভেল ১০০০-৩০০০ টাকা
এডভান্স লেভেল হলে ৩০০০- ৫০০০ টাকা । (কোর্সের ডিউরেশন ও কোয়ালিটি বুঝে প্রয়োজনে কোর্স প্রাইস আরও বাড়তে পারে)
৬। ফ্রিতে কোর্স দেওয়া যাবে?
জ্বি নিশ্চয়ই। আপনি ফ্রি তেই আপনার কোর্স দিতে পারবেন
৭। কিভাবে এই প্লাটফর্ম কোয়ালিটিফুল কোর্স নিশ্চিত করবে?
আমাদের কোয়ালিটি চেক টিম আপনার কোর্সের টপিক ও লেসন
কন্টেন্ট যাচাই বাছাই করে সেটি আপলোড যোগ্য কিনা তা নিশ্চিতপূর্বক আপনাকে ইমেইলে জানিয়ে দেবে।
৮। একইসাথে কি একজন মানুষ ইন্সট্রাক্টর ও স্টুডেন্ট হতে পারবে?
জ্বি। যেকোনো বয়েসী মানুষ একইসাথে ইন্সট্রাক্টর ও স্টুডেন্ট হতে পারবে
৯। কিভাবে অনলাইন কোর্স তৈরি করবো ?
আমাদের ইন্সট্রাক্টর গাইডলাইন অনুসরণ করুন। ইন্সট্রাক্টর গাইডলাইনটি পেতে এই লিংকে ক্লিক করুন। অথবা আমাদের সাথে যোগাযোগ করুন +8809638 44 8899 এই নম্বরে।
১০। ইন্সট্রাক্টর হতে গেলে কী কী যোগ্যতা থাকা লাগবে?
যে বিষয়ে আপনি কোর্স দিতে চান সেই বিষয় বা স্কিল সেক্টরে ন্যুনতম ১ বছরের অভিজ্ঞতা থাকলে এবং পাশাপাশি আপনি যদি নিজেকে একজন স্মার্ট আধুনিক শিক্ষক মনে করে থাকেন তবেই আপনি ইন্সট্রাক্টর হওয়ার যোগ্য।
১১। মাস্টার একাডেমি বাংলাদেশ কিভাবে ইন্সট্রাক্টরদের সহায়তা করবে?
আমাদের কন্টেন্ট টিম আপনার কোর্স মডিউল ঠিক করতে সহায়তা করবে, আমাদের ভিডিও এডিটিং টিম আপনার কোর্স এডিট থেকে শুরু করে আপলোডের ক্ষেত্রে সব ধরনের সহায়তা করতে সদা প্রস্তুত। কোর্স আপলোড পরবর্তী সকল প্রচারণাও আমাদের পক্ষ থেকে করা হবে।
১২। এই প্লাটফর্মে দেওয়া কোর্সের ক্ষেত্রে চুক্তির মেয়াদ কতদিন?
ন্যুনতম ৫ বছর এই প্লাটফর্মের সাথে আপনি চুক্তিবদ্ধ থাকবেন। চুক্তিকালীন সময়ে আপনি একই কোর্স অন্য কোনো প্লাটফর্মে দিতে পারবেন না।
১৩। আমি কিভাবে এই প্লাটফর্ম থেকে আয় করতে পারবো?
কোর্স থেকে আয় করা সম্মানির ৫৫ শতাংশ আমরা ইন্সট্রাক্টরকে দিয়ে থাকি। অর্থাৎ কোর্স ফি’র ৫৫% ইন্সট্রাক্টররা পেয়ে থাকবেন। প্রতিটি এনরোলের বিপরীতে এই পরিমাণ অর্থ ইন্সট্রাকটরের একাউন্টে জমা হবে। উদাহরণস্বরূপ, জানুয়ারী মাসের মোট কোর্স সেলের ৫৫% ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে আপনি আপনার একাউন্টে পেয়ে যাবেন।
১৪। কোর্স তৈরিতে স্টুডিও ও অন্যান্য কারিগরি সহায়তা পাওয়া যাবে কি?
জ্বি। কোর্স আউটলাইন ও কন্তেন্ট প্রস্তুত করা থেকে শুরু করে আপনি আপনার পুরো কোর্স তৈরির ক্ষেত্রে সব ধরণের সাহায্য পেয়ে থাকবেন। প্রয়োজনে আমাদের স্টুডিও ব্যবহারের সুযোগও থাকছে।
১৫। যেকোনো ধরণের মতামত, অভিযোগ কিংবা জিজ্ঞাসার জন্য সমাধান কী?
আমাদেরকে যেকোনো ধরণের মতামত, অভিযোগ কিংবা জিজ্ঞাসার জন্য ফোন করুন +8809638 44 8899 নম্বরে অথবা ই-মেইল করুন support@masteracademy.com.bd তে
১৬। ইন্সট্রাক্টর ও শিক্ষার্থী কি পরস্পরের সাথে যুক্ত থাকতে পারবে?
জ্বি । আমাদের কমিউনিটি বোর্ডের মাধ্যমে সহজেই তারা একে অপরের সাথে যুক্ত থাকতে পারবে।